Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় বর্ণবৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শিরোনামে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। বর্ণবৈষম্যের প্রতিবাদে শ্লোগানে মুখরিত ছিল ব্রিসবেন, পার্থ ও ডারউইনের রাজপথ।

কর্তৃপক্ষের আহ্বান উপেক্ষা করেই করোনা মহামারির মধ্যে কর্মসূচি পালন করেন বাসিন্দারা। অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান আন্দোলনকারীরা। সব ধরনের পুলিশি নির্যাতনের বিরুদ্ধেও প্রতিবাদ জানান। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার জেরে বিশ্বজুড়ে জোরালো হয় বর্ণবাদ বিরোধী আন্দোলন। অস্ট্রেলিয়ায় প্রতি সপ্তাহান্তেই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

Exit mobile version