Site icon Jamuna Television

গাড়ি চাপায় সাইকেল আরোহীর মৃত্যু, ক্রিকেটার কুশল মেন্ডিসকে গ্রেফতার

শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিসের গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৫টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

জানা যায়, সকালে পানাদুরায় এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় মেন্ডিসের গাড়ি। গাড়ির চালকের আসনে ছিলেন মেন্ডিস নিজেই। দুর্ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে মেন্ডিসকে। এদিকে মেন্ডিসকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কুশল মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ও ২৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

Exit mobile version