Site icon Jamuna Television

করোনায় মৃত স্বামীর লাশ অদল-বদল, ভুল ব্যক্তিকে দাফন করলো স্ত্রী

মর্গ থেকে লাশ অদল বদল হওয়ায় ভুল ব্যক্তিকে স্বামীর লাশ হিসেবে দাফন করে স্ত্রী। পরে ওই নারীকে তার স্বামীর অন্ত্যোষ্টক্রিয়া দুইবার সম্পন্ন করতে হয়েছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। নিউজ ২৪।

ইস্টার্ন কেপ প্রদেশের অবসরপ্রাপ্ত নার্স নোমসা নোডা বলেন, রোববার তার স্বামীকে কবর দেয়া হয়। কিন্তু তিনদিন পর গোরখোদকরা জানান যে এখানে একটি ভুল হয়েছে। এরপর বৃহস্পতিবার আবারও দাফনকাজ সম্পন্ন করা হয়। নামের যে ট্যাগ থাকে সেটি অদলবদল হয়ে যাওয়াতে এই ঘটনা ঘটেছে।

নিহতের স্ত্রী নোমসা নোডা আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সেখানে যেতে দেয়া হয় না। মর্গে লাশ দেখতেও দেয়া হয় না। ঠিক সেই কারণেই এই ঘটনাটি ঘটে গেছে। আমি এখন বিমর্ষ।

Exit mobile version