Site icon Jamuna Television

ভুতুড়ে বিল: চার বিতরণ কোম্পানির ২৯০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

ভুতুড়ে বিলকাণ্ডে চার বিতরণ কোম্পানির ২৯০ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ।

রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব বলেন, করোনাকালীন সংকটের কারণে বিদ্যুৎ বিভাগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিতরণ কোম্পানিগুলোর নিজস্ব আইন এবং চাকরি বিধিমালা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ জুন মাসের বিলের সাথে সমন্বয় করা হবে জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের বাড়তি বিদ্যুৎ বিল দিতে হবেনা। বিলম্ব মাশুল ছাড়া বিল জমা নেয়ার সময় বাড়ানো হবে বলেও জানান বিদ্যুৎ সচিব।

Exit mobile version