Site icon Jamuna Television

নকল উৎসব ও পরীক্ষার খাতা পুড়িয়ে ফেলার ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিনের কক্ষে মাস্টার্স পরীক্ষায় নকল উৎসব ও খাতা পুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ন কবীর যমুনা নিউজকে জানান, বশ্বিবিদ্যালয়ের শিক্ষক প্রো. ড. মোহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি ও পরিক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র শাহাকে সদস্য সচিব করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দিবে।

গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভবনের ডিন অফিসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ‘লোক সঙ্গীত’ বিষয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষাটি অনুষদের ডিন ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোশাররাত শবনম এর কক্ষে অনুষ্ঠিত হয়।

পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবাদ ও বিক্ষোভ করেন অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা। পরীক্ষায় নকলের অভিযোগ উঠায় সাত পরীক্ষার্থীর খাতা তাৎক্ষণিক ছিঁড়ে পুড়িয়ে ফেলেন ড. মোশাররাত শবনম । এ ব্যাপারে ছবিসহ সংবাদ প্রকাশ করে যমুনা নিউজ।

Exit mobile version