Site icon Jamuna Television

এবার পায়রার তীরে মৃত ডল‌ফিন

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর পায়রা নদীর তীরে ভেসে উঠেছে মৃত ডলফিন। আজ রোববার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সুন্দা কালিকাপুর গাজীবাড়ীর পাশে ডল‌ফিনটি ভে‌সে উঠে।

স্থানীয় বাসিন্দা ওদুদ গাজী জানান, দুপুরে মৃত ডলফিন মাছ‌টি নদীর তীরে দেখ‌তে পায়। লম্বায় আনুমানিক ১০ হাত হবে। তবে ডল‌ফিনটির শরীর ফ্যাকাসে হ‌য়ে গেছে। নাড়িভুঁড়ি বের হ‌য়ে গেছে।

তিনি বলেন, দুপুরে ক‌য়েক‌টি কুকুর ডলফিনটির নাড়িভুঁড়ি টেনে নি‌তে দেখে স্থানীয়রা কুকুরগু‌লো‌কে তাড়া ক‌রে সরিয়ে দিয়েছে। কী কারণে ডলফিনটি পায়রা নদীর ওই স্থানে আস‌লো সেটা নি‌য়ে স্থানীয়‌দের মধ্যে নানা ধরনের কৌতূহল সৃষ্টি হ‌য়ে‌ছে।

স্থানীয় বাসিন্দা শাহাদৎ গাজী জানান, সাগর থেকে পায়রা নদীর ওই স্থানে আস‌তে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে। তার ধারনা অতিরিক্ত খাদ্য গ্রহণ অথবা খাবারের সাথে পলিথিন জাতীয় কোনো জিনিস পেটে থাকায় ডল‌ফিনটি তী‌রে উঠে আর নাম‌তে পারেনি। পচা দুর্গন্ধ ছড়ি‌য়ে পরার আগেই স্থানীয়রা ডলফিনটাকে তুলে মা‌টিচাপা দেয়ার চেষ্টা করছে।

ইউএইস/

Exit mobile version