Site icon Jamuna Television

কুয়াকাটায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটার মহিপুরে শোয়েব সিকাদর (২০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিপিনপুর গ্রামের সাগর সিনেমা হল সংলগ্ন নিজ বাড়ি থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শোয়েব বিপিনপুর গ্রামের কুদ্দুস সিকাদরের ছেলে এবং সে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের একটি ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তারা মহিপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকালে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ইউএইস/

Exit mobile version