Site icon Jamuna Television

একই দিনে করোনায় মৃত দুই রোগীকে ফেলে পালালো স্বজনরা

রাজশাহী প্রতিনিধি:

আবারও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত রোগী ফেলে রেখে স্বজনদের পালানোর ঘটনা ঘটেছে। এই হাসপাতালে এক দিনে ২য় বারের মত ঘটলো এমন অমানবিক ঘটনা।

চিকিৎসকরা জানিয়েছে, আজ সকালে হাসপাতালের ওয়ার্ডে করোনা প্রমাণিত হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর দাফনের জন্য জানানো হয় কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের। খবর পেয়ে তারা হাসপাতালের এসে দেখে রোগীর কোন স্বজন সেখানে নেই। ভর্তি ফর্মে দেয়া মোবাইল নাম্বারও বন্ধ।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর স্বজনদের খুজতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। হাবিবুর রাজশাহী জেলার চারঘাট উপজেলার মোয়াজ আলীর ছেলে।

এর আগে রোববার রাতে মৃত্যুবরণকারী ৩০ বছর যুবকের মরদেহ নিয়ে বিপাকে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর থেকে ওই যুবকের লাশ এখন পর্যন্ত আইসিইউতে রয়েছে বলে জানা যায়।

Exit mobile version