Site icon Jamuna Television

উইজডেনের স্বীকৃতিতে আনন্দিত সাকিব

ছবি: সাকিব আল হাসান

একুশ শতকের প্রথমভাগের ম্যাচে প্রভাব রাখা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। উইজডেন মান্থলির করা এ তালিকায় নিজের নাম দেখে সম্মানিতবোধ করছেন বলে জানিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এক বছরের নিষেধাজ্ঞার শেষ সময় পাড়ি দিচ্ছেন সাকিব আল হাসান। এরইমাঝে নিজ কীর্তির দূতি ছড়ালেন আরেকবার। ক্রিকেটের বাইবেল বলে স্বীকৃত উইজডেনের জুলাই সংস্করণে একুশ শতকের প্রথম ২০ বছরের মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার-এমভিপি নির্বাচিত হয়েছেন তিনি।

সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জানিয়েছেন, “সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ২য় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

ইউএইস/

Exit mobile version