Site icon Jamuna Television

চলে গেলেন ফেনীর প্রবীণ সাংবাদিক নূরুল করিম মজুমদার

ফেনীর বর্ষীয়ান সাংবাদিক নূরুল করিম মজুমদার

ফেনী প্রতিনিধি:

ফেনীর বর্ষীয়ান সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের একাধিক বারের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্সের সম্পাদক নূরুল করিম মজুমদার চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

রোববার রাত ৮টা ৪৫ মিনিটে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার করোনা উপসর্গ ছিলো বলে জানান ডাক্তার।

তার ছেলে তারেক মজুমদার জানান, তিনি বেশ কিছুদিন করোনার উপসর্গসহ শ্বাসকষ্টে ভুগলে প্রথমে তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ জুলাই ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার পরেও শ্বাস নেয়ার প্রক্রিয়া স্বাভাবিক হয়নি।

সর্বশেষ রোববার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তার স্বজনদের আলোচনা স্বাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ করে দেন। পরে রাত সোয়া ৮টার দিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বর্তমানে তিনি ফেনী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি ডেইলি স্টার, ইউএনবির ফেনীর সাবেক প্রতিনিধি ছিলেন। ফেনী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও আজীবন সদস্য, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্নিং কমিটির সভাপতিসহ সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন তিনি।

মৃত্যুর আগে তিনি স্ত্রী, এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, তার মৃত্যুতে ফেনীবাসী হারালো মূল্যবান সম্পদ ও অন্যতম শ্রেষ্ঠ এক কৃতী সন্তান। তারা তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Exit mobile version