Site icon Jamuna Television

আকাশে সোফায় বসে টিভি দেখছেন তুর্কি তরুণ! (ভিডিও)

করোনাভাইরাসের বিস্তারের কারণে অনেক দেশ বাইরে ভ্রমণে বিধি নিষেধ আরোপ করেছে। ফলে লকডাউনে বন্দি থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিক এমন বিধি নিষেধেও কাউ কাউকে মজার কাণ্ড করতে দেখা যায়।

লকডাউনের মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তুর্কির এক সাহসী তরুণ আকাশে প্যারাসুটে ভেসে সোফায় বসে টিভি দেখছেন। স্বাভাবিকভাবেই সে অন্যান্য কাজকর্ম সাড়ছে।

আকাশ থেকে অবতরণের সময়ও কোনোরকম ঝামেলা হয়নি তার।

রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক এমন একটি ভিডিও ওয়েবসাইটে পোস্ট করে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২৯ বছরের ওই তরুণ প্যারাগ্লাইডিং প্রশিক্ষক। তিনি লকডাউনের সময়ই এমন কাজটি করেন।

https://youtu.be/16qZeRZUMtY

Exit mobile version