Site icon Jamuna Television

ভারত করোনা শনাক্তের তালিকায় ৩ নম্বরে

ভারত করোনা শনাক্তের তালিকায় ৩ নম্বরে

করোনাভাইরাসে সংক্রমিত শনাক্তের বৈশ্বিক তালিকায় ভারত রাশিয়াকে টপকে এখন তিন নম্বরে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এবং মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭০০ জনের।

রাশিয়া সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১, মৃত্যু ১০ হাজার ১৬১ জনের।

ভারতে রোববার সর্বোচ্চ ২৫ হাজার মানুষ শনাক্ত হয়েছেন। একদিনে মারা গেছেন ৬১৩ জন। এদিকে ভারতে মার্চ থেকেই লকডাউন জারি করা হয়েছিল। কিন্তু তারপরও লকডাউনের সুফল পায়নি দেশটি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই এখন তারা কিছু কিছু এলাকায় বিধিনিষেধ শিথিল করছে।

করোনাভাইরাসে বিশ্বজেড়ে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬৪১ জন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।

Exit mobile version