Site icon Jamuna Television

করোনার পর এবার চীন থেকে বিউবোনিক প্লেগ ছড়ানোর আশঙ্কা

করোনাভাইরাসের পর এবার চীন থেকে বিউবোনিক প্লেগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের উত্তরাংশের একটি শহরে বিউবোনিক প্লেগ ধরা পড়েছে। এমনকি এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গোলিয়ায় তৃতীয় স্তরের সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভি।

শনিবার বায়ানুরের একটি হাসপাতালে প্রথম বিউবোনিক প্লেগে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া যায়। এরপরেই এই শহরে প্লেগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
যাদের শরীরে এই রোগের লক্ষণ দেখা যাবে সাথে সাথে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিংহুয়া জানায়, পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে সম্প্রতি দুই সম্ভাব্য বিউবোনিক প্লেগ রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ওই দু’জনের সংস্পর্শে আসা আরও ১৪৬ জনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে।

বিউবোনিক প্লেগ এক ধরনের ব্যাকটিরিয়া ঘটিত রোগ যা বুনো ইঁদুরদের ফুসফুসে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগে আক্রান্ত রোগীর সময় মতো চিকিৎসা না করালে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মারা যেতে পারে।

Exit mobile version