Site icon Jamuna Television

এবার জয়ার বদলে সৃজিতের নায়িকা পরীমণি

সৃজিতের ওয়েব সিরিজে পরীমণি

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীর পরিচালনায় ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সিরিজে তার চরিত্রের নাম মুশকান জুবেরী। এতে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং টলিউডের অনির্বাণ ভট্টাচার্য। খবর আনন্দবাজার পত্রিকা।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি ওয়েব সিরিজ নির্মাণ করা হবে। হইচই প্ল্যাটফর্মে আসবে সিরিজটি।

এর আগে মুশকান জুবেরীর চরিত্রের জন্য জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন। তবে বিশেষ কারণে এই সিরিজে জয়ার বদলে পরীমনিকে নেওয়া হবে ঠিক হয়েছে। আপাতত সৃজিতের ‘ফেলুদা ফেরত’ সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Exit mobile version