Site icon Jamuna Television

২৮ কেজি ওজনের পাঙ্গাশের দাম ৩৮ হাজার টাকা

২৮ কেজি পাঙ্গাশের দাম ৩৮ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ।

সোমবার সকালে বিশাল আকার এই পাঙ্গাশটি জেলে গুরু হলদারের কাছ থেকে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা। এ সময় নদীর পাড়ে অনেক ভিড় জমে বিশার আকৃতির মাছটিকে এক নজর দেখতে।

মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, সোমবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর অংশে মাছ ধরার সময় গুরু হলদারের জালে এই বিশাল আকৃতির পাঙ্গাশটি ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি।

পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন চান্দু মোল্লা। আরও বলেন মাছটি ১৫০০ টাকা কেজিতে তিনি বিক্রি করবেন।

Exit mobile version