Site icon Jamuna Television

করোনা উপর্সগ নিয়ে ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন(৫৭)। রোববার দিবাগত ভোররাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা শোক প্রকাশ করেছেন।

ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওছার মিয়া জানান, গত কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগতেছিলেন আনোয়ার হোসেন। ভাঙ্গা হাসপাতালের ডাক্তার করোনা উপর্সগ ধারনা করে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তাকে।

তিনি আরও জানান, রোববার উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যান আনোয়ার হোসেন। সেখানে ডাক্তার দেখানো শেষে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি আবাসিক হোটেলে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন। পরদিন নিজ বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায় যাবার কথা ছিল তার। রাত সাড়ে বারোটার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হোটেলেই মারা যান তিনি।

Exit mobile version