Site icon Jamuna Television

‘সিআইডিতে মামলার অনুপাতে চার্জশিট প্রদানের হার ৮২ ভাগ, বিচারের হার ২৪ ভাগ’

সিআইডিতে মামলার অনুপাতে চার্জশিট প্রদানের হার ৮২ ভাগ হলেও বিচার প্রক্রিয়া সম্পন্নের হার মাত্র ২৪ ভাগ। এমনটি জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
তবে এই হার বাড়াতে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিআইডি।

সোমবার দুপুরে মালিবাগে এক ‘মিট দ্যা প্রেসে’ এ তথ্য জানান সিআইডি প্রধান। দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিতে তদন্ত কর্মকর্তাদের আহ্বান জানান মাহবুবুর রহমান। সম্প্রতি লিবিয়ায় বাংলাদেশীদের হত্যায় সিআইডির কার্যক্রম প্রশংসনীয় দাবি করে বলেন, ক্যাসিনো মামলাসহ সব মামলায় সিআইডির কার্যক্রম অব্যাহত আছে।

এসময়, কুয়েতে জেলে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে সিআইডির তদন্তে উল্লেখযোগ্য সুখবর আছে বলে আভাস দেন তিনি। সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজ একে অন্যের পরিপূরক জানিয়ে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান সিআইডি প্রধান।

Exit mobile version