Site icon Jamuna Television

কুয়েত থেকে ফিরতে হবে ৮ লক্ষ ভারতীয়কে!

কুয়েত থেকে দেশে ফিরতে হতে পারে প্রায় আট লক্ষ ভারতীয়কে। সম্প্রতি দেশটিতে পাশ হওয়া বিদেশি প্রত্যর্পণ বিলের আওতায় এসব ভারতীয়দের নিজ দেশে ফেরত যেতে হতে পারে বলে জানাচ্ছে হিন্দুস্তান টাইমস।

তারা জানায়, কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলি আইনি ও সংসদীয় কমিটি খসড়া বিলটি অনুমোদন করেছে, ওই বিল অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যার ১৫% ভারতীয় নাগরিক। এই বিষয়ে এবার যথাযথ পদক্ষেপ করতে বিলটি পরবর্তী কমিটির কাছে পাঠানো হয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ স্থানীয় সংবাদমাধ্যমে জানান, দেশের মোট জনসংখ্যায় বহিরাগতের সংখ্যা ৭০% থেকে কমিয়ে ৩০% করার পরিকল্পনা করেছে তার সরকার।

কুয়েতের মোট ৪৮ লাখ বাসিন্দার মধ্যে ৩৪ লাখই বিদেশি নাগরিক। নতুন আইনের সুবাদে তাদের বড় অংশকে প্রত্যর্পণ করা হতে পারে।

Exit mobile version