Site icon Jamuna Television

হাসপাতাল থেকে রোগী ফেরত ও অনিয়মের প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদফতরকে হাইকোর্টের নির্দেশ

গণমাধ্যমে প্রকাশিত রোগী ফেরত দেয়া এবং হাসপাতালের অনিয়মের অভিযোগগুলো আমলে নিয়ে সে বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ২১ জুলাই প্রতিবেদন আকারে দিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার সকালে বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালতে স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক প্রতিবেদনের ওপর শুনানি হয়। প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল রোগী ফেরতের কোন অভিযোগ নেই তাদের কাছে। তবে স্বাস্থ্য অধিদফতরের এই প্রতিবেদনে সন্তুষ্ট নন আদালত। বিনা চিকিৎসায় রোগী ফেরতের ঘটনায় দায়েরেকৃত রিটের অভিযোগগুলোর তদন্ত প্রতিবেদন ২১ জুলাইয়ে মধ্য হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন আদালত। একই সাথে বেসরকারি হাসপাতালের আইসিইউ অস্বাভাবিক মূল্য নেয়া হলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করার নির্দেশও দেন।

পাশাপাশি ক্যান্সার সহ জটিল রোগের আক্রান্ত রোগীদের করোনা থাকলে ৩৬/৪৮ ঘন্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখা নির্দেশ দেয়া হয়।

Exit mobile version