Site icon Jamuna Television

সুশান্তের স্মরণে গাইলেন ইমরান (ভিডিও)

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য এখনো ভেদ হয়নি। পরিবার থেকে বলা হয়েছে আত্মহত্যা করেছেন এ অভিনেতা। গত ১৪ জুন তার বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। সুশান্তের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকে। বলিউড ও টালিউডসহ বিশ্বজুড়ে শিল্পী সমাজকে নাড়া দিয়েছে এই মৃত্যু।

সুশান্ত সিং রাজপুতের স্মরণে গান গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমরান। সুশান্তের অভিনীত ‘ছিচোরে’ ছবির ‘খেরিয়াত’ শিরোনামের গানটি কাভার করেছেন ইমরান। এরই মধ্যে ৫ লাখের অধিকবার ভিউ হয়েছে গানটি। ইমরানের গান শুনে প্রশংসা করছেন সুশান্তের ভক্তরা। গানে কমেন্ট করে অনেকেই প্রশংসা করছেন এই গায়কের।

বিশেষ করে ভারতের অনেক সংগীতপ্রেমীও ইমরানের এমন কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আলোচনায় এখন এই গানটি।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ইমরান। নীতেশ তিওয়ারি পরিচালিত ও টি-সিরিজ প্রযোজিত ‘ছিচোরে’র ‘খেরিয়াত’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। অমিতাভ ভট্টাচার্যের কথায় গানটির সুর করেছিলেন প্রীতম।

ভিডিও দেখতে ক্লিক করুন: KHAIRIYAT | Imran Mahmudul |

ইউএইচ/

Exit mobile version