Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর মগজ খেকো অ্যামিবার ব্যাপারে সতর্কতা জারি

ছবি: প্রতীকী

করোনাভাইরাসে যখন যুক্তরাষ্ট্র বিপর্যস্ত তখন আরেক ভয়ঙ্কর বিপদের আভাস দিচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ধান পাওয়া গেলো এক ভয়ঙ্কর জীবাণুর। এই জীবাণু মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। যার পরিণাম মৃত্যু।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়।

বিবিসি আরও জানায়, এই অ্যামিবা গরম পানিতে পাওয়া যায়। এই জীবাণুও নাকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এবং ব্রেনে আক্রমণ করে।

রোগটি পৃথিবীতে খুবই বিরল। যুক্তরাষ্ট্রের দক্ষিণে এই মগজ খেকো অ্যামিবার সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩৭ জন রোগী পাওয়া গেছে।

এই বিপজ্জনক অ্যামিবার ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ফ্লোরিডার হিলসবরা কাউন্টির বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।

ইউএইস/

Exit mobile version