Site icon Jamuna Television

এভারটনকে হারিয়ে টটেনহ্যামের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

পয়েন্ট টেবিলের মাঝারি মানের দুই দলের লড়াই ছিলো সমানে সমান। তবে প্রথমার্ধের ২৪ মিনিটে ভুল করে বসে এভারটনের রক্ষণভাগ। মাইকেল কেইন নিজের জালে বল ঠেলে দিলে এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর গোটা ম্যাচে চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি এভারটন।

দ্বিতীয়ার্ধে স্পার্সরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ঐ এক গোল ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। ৩৩ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট পাওয়া হ্যারি কেইনরা রয়েছে টেবিলের আটে। আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে এভারটন।

Exit mobile version