Site icon Jamuna Television

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৪২৫ জন

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৪২৫ জন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের থেকেও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ভারত। দেশটির সরকারি হিসেব মতে সোমবার ৪২৫ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসেব অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট ৭ লাখ ২০ হাজার ৩৪৬ জন কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। আর মৃত্যু ২০ হাজার ১৭৪ জনের।

এখন পর্যন্ত বিশ্বে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ১৬৭ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৪১ হাজার ৮৬৪ জন। মারা গেছেন ৫ লাখ ৪০ হাজার ৬৬০ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আবার ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের হিসাবে এদিন ৫০ হাজার ৫৮৬ জন কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৭৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন।

Exit mobile version