Site icon Jamuna Television

চার মাস পর খুলেছে ল্যুভর মিউজিয়াম

চার মাস পর খুলেছে ল্যুভর মিউজিয়াম

মহামারির কারণে চার মাস বন্ধ থাকার পর খুলে গেলো ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম। সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় চালু হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘরটি। প্রথম দিনই পা রাখেন সাড়ে ৭ হাজার দর্শনার্থী।

যা গেলো গ্রীষ্মের তুলনায় ৩০ শতাংশেরও কম। বেশিরভাগই ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।

ভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। আগেই অনলাইনে টিকেট বুক করতে হয়েছে দর্শনার্থীদের। ১১ বছর ও এর বেশি বয়সীদের জন্য জাদুঘর ভ্রমণের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপথে এবং লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম- মোনালিসার সামনে দর্শনার্থীদের দাঁড়াতে হচ্ছে এক মিটার দূরত্ব বজায় রেখে।

উল্লেখ্য, ১৩ মার্চ থেকে বন্ধ থাকায় এক কোটি ইউরো ক্ষতি গুণেছে ল্যুভর কর্তৃপক্ষ।

Exit mobile version