Site icon Jamuna Television

খাদক ঈগলের শিকার হলো হাঙর (ভিডিও)

খাদক ঈগলের শিকার হলো হাঙর

হাঙর পানিতে রাজত্ব করলেও খাদক ঈগল পাখির সামনে এবার আত্মসমর্পণ করেছে। পাখিটি ওই হাঙর মাছটিকে শিকার করে সবার সামনে উড়াল দিয়েছে আকাশে। যা দেখে হতবাক ঘটনাস্থলে থাকা সবাই।

ঈগলের ওই মাছ শিকারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতেই তা ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিও যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের মিরটেল বিচ থেকে ধারণ করেছেন সেখানে বেড়াতে যাওয়া এক তরুণী। তারপর তিনি ভিডিওটি তার টুইটারে পোস্ট করেন। আর সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এটি।

ভিডিওটি দেখে নেটিজেনরা সেই পাখি ঈগল নাকি অন্য কোনো প্রজাতির তা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও বেশির ভাগের দাবি সেটা ঈগলই।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

Exit mobile version