Site icon Jamuna Television

টুঙ্গিপাড়ায় করোনা সুরক্ষা সামগ্রী দিলো নৌবাহিনী

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর সমাধি সৌধের নিরাপত্তা কর্মীদের, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মা ও শিশু হাসপাতালে করোনার সুরক্ষা সামগ্রী প্রদান করেছে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী খুলনার তত্ত্বাবধানে পিপিই, এন নাইনটিন মাস্ক, স্যানিটাইজার, গগলসসহ বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এ সামগ্রী হস্তান্তর করেন এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

এ সময় খুলনা নেভাল এরিয়ার ঊর্দ্ধতন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, জাতীর পিতার সমাধি সৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। পরে জাতির পিতা ও ৭৫ সালে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Exit mobile version