Site icon Jamuna Television

সমালোচনার মুখে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ছবি- ইন্টারনেট

সমালোচনার মুখে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে জ্বরে আক্রান্ত প্রেসিডেন্ট; সাথে রয়েছে ফুসফুসের সমস্যা। যদিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের বলসোনারো আশ্বস্ত করেন- হাসপাতাল পরিদর্শনই ছিলো তার মূল উদ্দেশ্য। করোনা সংক্রমণ আর প্রাণহানির দিক থেকে বিশ্বের দ্বিতীয় দেশ ব্রাজিল। অথচ, মহামারি মোকাবেলায় বরাবরই ঢিলেঢালা ভাব প্রেসিডেন্টের।

এমনকি, জনসম্মুখে মাস্ক পরিধাণেরও বিরোধিতা করেন তিনি। মার্চে, যুক্তরাষ্ট্র সফরের আগে প্রথমবার করোনা পরীক্ষা করান তিনি।

Exit mobile version