Site icon Jamuna Television

বাঁধ পুনঃনির্মাণ কাজ পরিদর্শনে শরণখোলায় সেনাবাহিনীর জিওসি

বাঁধ পুনঃনির্মাণ কাজ পরিদর্শনে শরণখোলায় সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বলেশ্বর নদীর ভাঙ্গন কবলিত এলাকায় রিংবেড়িবাঁধ পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করেছেন পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

মঙ্গলবার দুপুরে শরণখোরার বগী-গাবতলা এলাকার ১৭০০ মিটার নির্মাণাধীন রিংবাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৮ পদাতিক ব্রিগেড। এসময় জিওসি গাবতলা আশার আলো মসজিদ কাম সাইক্লোন শেল্টারের সামনের অংশে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রাথমিক নদী শাসন ব্যবস্থার উদ্বোধন করেন।

এসময় বাঁধ সংলগ্ন ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পরে নদী পথে বগী এলাকার কাজের অগ্রগতি পরিদর্শন করেন এই সেনা কর্মকর্তা। পরিদর্শনকালে ২৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম, মেজর মো. সাদেকিন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জ্জামান প্রমূখ তার সঙ্গে ছিলেন।

গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের সাউথখালী ইউনিয়নের বগী থেকে গাবতলা পর্যন্ত ১৭০০ মিটার বাঁধ বলেশ্বর নদে বিলীন হয়ে যায়। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরী ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে রিংবেড়িবাঁধ পুনঃনির্মাণের আশ্বাস দেন।

Exit mobile version