Site icon Jamuna Television

ইতালি যাওয়া কয়েকজন বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত, ফ্লাইট বন্ধ

ছবি- ইন্টারনেট

রোমে পৌছানো একটি ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রীর করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে পৌঁছায় ফ্লাইটটি। এর যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক’ ব্যক্তি করোনাভাইরাস পজেটিভ। এরপরই এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। এরপর বিমানের একাধিক বিশেষ ফ্লাইটে শতাধিক প্রবাসী ইতালি ফেরেন। সেখানে অনেক বাংলাদেশির শরীরেই করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় রোমে লাৎসিও অঞ্চল কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের ঢালাও করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয়।

এর আগে, ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত করেছে টার্কিশ এয়ারলাইন্স।

Exit mobile version