Site icon Jamuna Television

মাশরাফী স্ত্রীও করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত হলেন মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমিও। প্রথমে শাশুড়িকে দিয়ে শুরু, এরপর তিনি নিজে, তারপর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রামক করোনা থেকে বাদ পড়লেন না মাশরাফির স্ত্রী সুমনা হকও।

মঙ্গলবার নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফীর পরিবারের পক্ষ থেকে সুমির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা দুর্যোগে শুরু থেকেই মাঠে ছিলেন মাশরাফী। নড়াইলে নিজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। গত ২০ জুন তিনি নিজেই করোনা পজেটিভ রিপোর্ট পান। দুই দফা নমুনা পরীক্ষা করেও নেগেটিভ হননি মাশরাফী। এর মধ্যেই পেলেন স্ত্রীর করোনা আক্রান্তের খবর। বাসায়ই চিকিৎসা চলছে তাদের।

এদিকে, গত রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাশরাফি সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জানান, তিনিসহ পরিবারের সদস্যরা ভালো আছেন।

Exit mobile version