Site icon Jamuna Television

কন্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

কন্ঠশিল্পী সেলিম চৌধুরী

সিলেট প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। ৬ জুলাই আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমার এ হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন জানান, গতকাল সোমবার কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নিজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে সেলিম চৌধুরী বলেন, গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।

Exit mobile version