Site icon Jamuna Television

কাজের বিনিময়ে বাংলাদেশি অভিনেত্রীকে কুপ্রস্তাব দিল কলকাতার পরিচালক

শান্তা পাল; বাংলাদেশী অভিনেত্রী

ছবিতে কাজ দেয়ার বিনিময়ে বাংলাদেশি এক অভিনেত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডের পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে। খবর ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ’র।

ভুক্তভোগী ওই অভিনেত্রীর নাম শান্তা পাল। বর্তমানে একটি তেলেগু ছবিতে কাজ করছেন তিনি, লকডাউন প্রত্যাহার হলেই ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়। সেইসাথে, টলিউড অভিনেতা অঙ্কুশের বিপরীতে একটি বাংলা ছবিতেও কাজ করার কথা রয়েছে তার।

শান্তা জানান, ‘ফেসবুকের মাধ্যমে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ হয়। আমি তাকে চিনতাম না। তিনি আমাকে বলেন, একটি ছবির বিষয়ে কথা বলার জন্য ঢাকা আসবেন। আমি যদি তার ছবিতে কাজ করতে রাজি থাকি,তাহলে হোটেলের ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। তিনি আমাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন। আমি রাজি হইনি।’

এ বিষয়ে পরিচালক রাজীবের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ফোন ধরেননি এমনকি এসএমএসেরও জবাব দেননি বলেও জানায় এবিপি আনন্দ।

Exit mobile version