Site icon Jamuna Television

করোনায় আরেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

এসআই মীর ফারুক

বরিশাল ব্যুরো:

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) মারা গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসআই মীর ফারুক(৫১) বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামে।

পুলিশ সুপার জানান, নমুনা পরীক্ষার ফলাফলে গেল ৫ জুলাই রোববার এসআই মীর ফারুকের করোনা শনাক্ত হয়। ওই দিনই তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হবে বলে জানান পুলিশ সুপার।

Exit mobile version