Site icon Jamuna Television

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় পাথর বোঝাই কার্গো ডুবি, নিহত ১

ডুবে যাওয়া আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই কার্গো

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় এমভি সিটি ৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম বাদল মাস্টার নামে ওই ব্যক্তি ডুবে যাওয়া বাল্কহেডে ছিলেন।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটির মাস্টারসহ ৬ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাস্টারকে মৃত বলে ঘোষণা করেন। তবে অন্য ৬ শ্রমিক সুস্থ রয়েছেন। এ ছাড়া আর কেউ নিখোঁজ নেই।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, এম ভি সিটি ৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা চালক বাদল মাস্টার পানিতে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ দূর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই জানিয়ে বাল্কহেড উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

Exit mobile version