Site icon Jamuna Television

মাস্ক ও লকডাউন নিয়ে ব্যঙ্গ করে এবার নিজেই করোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনাভাইরাসকে হালকাভাবে নিয়ে মাস্ক ও লকডাউনের কড়া বিরোধীতা করা রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম সাড়িতে ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। এবার তিনিই আক্রান্ত হলেন কোভিড-১৯’এ। খবর বিবিসি’র।

পর পর চার বার করোনাভাইরাস টেস্ট করানোর পর কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন বলসোনারো। জ্বর ও কাশিসহ সংক্রমণের লক্ষণ দেখা দেবার পর সোমবার চতুর্থবারের মতো করোনাভাইরাস টেস্ট করান প্রেসিডেন্ট বলসোনারো। মঙ্গলবার এক টিভি সাক্ষাতকারে বলসোনারো নিজেই তার সংক্রমণের কথা নিশ্চিত করেন।

এর আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ার পরও তিনি বলতে থাকেন, ‘সামান্য ফ্লু হয়েছে, এবং তিনি গুরুতরভাবে আক্রান্ত হবেন না।’

ব্রাজিলে করোনার ভয়াবহ প্রকোপের মধ্যেও সোমবার মাস্ক পরা সংক্রান্ত নিয়মের কড়াকড়ি শিথিল ও আঞ্চলিক গভর্নরদের লকডাউন শিথিল করার আহ্বান জানান বলসোনারো।

এপ্রিল মাসে তিনি বলেন, তিনি নিজে যদি কখনো এ ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার তেমন কিছুই হবে না।

ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজারের বেশি, আর আক্রান্তর সংখ্যা ইতোমধ্যে ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে।

Exit mobile version