Site icon Jamuna Television

আর্সেনালের লাল কার্ডে লেস্টার সিটির ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হয়েছে আর্সেনাল ও লেস্টার সিটির ম্যাচ। গানারদের হয়ে অবামেয়াং আর ফক্সদের হয়ে গোল করেন জেমি ভার্ডি।

বল পজেশনে পিছিয়ে থাকলেও ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে আক্রমণের বিচারে এগিয়ে ছিলো আর্সেনাল। লিড নিতেও বেশি সময় নেয়নি গানাররা। ২২ মিনিটে সাকার পাস থেকে দলকে লিড এনে দেন অধিনায়ক অবামেয়াং। আরও গোল পেতে পারতো আর্টেটার দল। কিন্তু ল্যাকাজে’র ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় আর্সেনাল।

৭৫ মিনিটে এনকেতিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় গানাররা। সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে লেস্টার সিটিকে সমতায় ফেরান ইপিএল’র টপ স্কোরার জেমি ভার্ডি। যা এই মৌসুমে তার ২২তম গোল। লিগ টেবিলের চার নম্বরে লেস্টার ও আর্সেনালের অবস্থান সাত নম্বরে।

Exit mobile version