Site icon Jamuna Television

হঠাৎ ছন্দপতন য়্যুভেন্টাসের

টানা ৭ জয়ের পর হারের স্বাদ পেয়েছে শীর্ষ দল য়্যুভেন্টাস। বিগ ম্যাচে এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

যদিও সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে দুই গোলের লিড নেয় য়্যুভেন্টাস। ৪৭ মিনিটে মিডফিল্ডার আদ্রিয়ান রেবিওট লিড এনে দেন তুরিনের ক্লাবটিকে। ৫৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ১৮ মিনিটের ঝড়ে লন্ডভন্ড য়্যুভেন্টাস।

৬২ মিনিটে পেনাল্টি থেকে মিলানের হয়ে এক গোল শোধ দেন ইব্রাহিমোভিচ। ৬৬ ও ৬৭ মিনিটে ফ্রাঙ্ক কেসি আর রাফায়েল লিও’র গোলে লিড নেয় এসি মিলান। ৮০ মিনিটে আনটে রেবিচ মিলানের হয়ে স্কোর শিটে নাম তুললে ৪-২ গোলে হারের লজ্জা পায় য়্যুভেন্টাস।

Exit mobile version