Site icon Jamuna Television

করোনায় স্বামীর মৃত্যু, দিশেহারা হয়ে দুই মেয়েকে নিয়ে রেললাইনে ঝাঁপ স্ত্রীর

করোনায় মারা গেছে স্বামী। খবর শুনে দিশেহারা হয়ে দুইমেয়েকে নিয়ে রেললাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে স্ত্রী। তবে দুই শিশুসহ তিনজনই প্রাণে বেঁচে যায়। এ ঘটনা ভারতের শিলিগুড়ির। খবর সংবাদ প্রতিদিন।

জানা যায়, শিলিগুড়ির এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুক্রবার অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়। এরপর নমুনা পরীক্ষা হলে ওই শিক্ষকের করোনা পজেটিভ আসে। সোমবার রাতে জ্বর আসে এবং রাতেই মারা যায়। মঙ্গলবার সকালে এই মৃত্যুর খবর পেয়ে শোক আর আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে দুই শিশুকন্যাকে নিয়ে দুপুরে ট্রেনের সামনে ঝাঁপ দেন তার স্ত্রী। তবে কপালজোরে বেঁচে যায় দুই শিশুসহ তিনজনই। কিন্তু গুরুতর জখমসহ তাদের উদ্ধার করা হয়। বড় মেয়ের বা হাত এবং ছোট মেয়ের এক হাত ও পা হারায় ওই দুর্ঘটনায়। স্ত্রীর পায়ের একটা অংশ সম্পূর্ণ কাটা পড়েছে।

Exit mobile version