Site icon Jamuna Television

পাবনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত তানজিব শেখ (৩৫) সন্ত্রাসী। বুধবার ভোর রাতে শিবরামপুর সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। তানজিল পাবনা পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লার বাবু শেখের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, শিবরামপুর সুইচ গেট এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি চালালে তানজিব গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

Exit mobile version