Site icon Jamuna Television

আল জাজিরায় সাক্ষাৎকার দেয়ায় বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ান পুলিশ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি মো. রায়হান কবিরকে খুঁজছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি এই যুবকের বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে। খবর, মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার’র।

আল জাজিরায় ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। তবে, দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩’র আওতায় তদন্তের জন্য রায়হান কবিরের সন্ধান চাইছে কর্তৃপক্ষ। বিবৃতিতে, রায়হান কবিরের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানাতে বলা হয়েছে।

এর আগে, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাদর জানিয়েছিলেন, দেশ বিরোধিতাসহ কয়েকটি অপরাধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এজন্য প্রতিবেদককে দ্রুত কয়েকটি প্রশ্নের জবাব দেয়ার জন্য ডাকা হবে। দণ্ডবিধি, দেশ বিরোধিতাসহ বেশ কয়েকটি আইনের আওতায় তদন্তের মুখোমুখি হবেন তারা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমাদের প্রশ্নের জবাব দেয়ার পর আমরা দেখব তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না। এদিকে, আল জাজিরার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান হামিদ।

মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি বিন ইয়াকুব আল জাজিরার ওই প্রতিবেদনটি মিথ্যা এমন অভিযোগ তুলে মালয়েশিয়ার নাগরিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version