Site icon Jamuna Television

লোহা নিয়ে কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি

আড়াই হাজার টন স্ক্র্যাপ লোহা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে ‘এমভি বর্ণি প্রিন্স’ নামে একটি লাইটার জাহাজ।

সদরঘাটের অদূরে কর্ণফুলী নদীর মোহনায় রাত আড়াইটার দিকে এটি ডুবে যায়। বন্দর কর্তৃপক্ষ ও লাইটার জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানিয়েছে, বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে স্ক্র্যাপ জাহাজ বোঝাই করে জাহাজটি ঘাটে ফিরছিলো। মাঝপথে বয়ার সাথে লেগে তলা ফেটে, ডুবে যায়। তবে ২৫ নাবিকের সবাই নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন। জোয়ারের কারণে এখনও উদ্ধার তৎপরতা শুরু হয়নি। ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজ নিজ উদ্যোগেই উদ্ধারের ব্যবস্থা নিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।

Exit mobile version