Site icon Jamuna Television

দেশে করোনার ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা পাওয়ার দাবি

ছবি: সংগৃহীত

দেশের কোভিড-১৯ রোগীদের ওপর ফেভিপিরাভির গ্রুপের ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে সফলতা পাওয়ার দাবি করেছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম ৪০০ টাকা। একজন করোনা রোগীর লাগতে পারে ৫২-৭০টি ট্যাবলেট।

বুধবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন উৎপাদনকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের পক্ষে জানানো হয়, তিনটি কোভিড হাসপাতালে ৫০ জন রোগীর ওপর ট্রায়াল চালিয়ে তারা সফলতা পেয়েছেন।

তারা জানিয়েছেন, গুরুতর অসুস্থ কারো ওপর পরীক্ষা চালানো হয়নি, অল্প ও মধ্যমানের অসুস্থদের ওপর পরীক্ষা চালানো হয়েছে। তারা ৭ থেকে ১০ দিনের মধ্যেই সুস্থ হয়েছেন।

তারা আরও জানায়, এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। এটি বাড়াতে পারে শ্বাসতন্ত্রের সক্ষমতাও। সরকার ভ্যাট মওকুফ করলে দাম কমবে আশা সংশ্লিষ্টদের।

এদিকে, ফেভিপিরাভিরের কার্যকারিতা নিয়ে এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, করোনার সুনির্দিষ্ট কোনো ওষুধ এখনো নেই। ফেভিপিরাভির দিয়ে চেষ্টা করা হচ্ছে মাত্র

তিনি বলেন, মাত্র ৫০ জনের ওপর পরীক্ষা চালিয়ে এ বিষয়ে সিদ্ধান্তে আসা কঠিন। ওষুধটির কার্যকারিতার বিষয়ে সিদ্ধান্তে আসতে আরও বড় পরিসরে দেশব্যাপী ট্রায়ালের পরামর্শ দিয়েছেন তিনি।

ইউএইস/

Exit mobile version