Site icon Jamuna Television

২০২১ সাল পর্যন্ত কেনিয়ার সব স্কুল বন্ধ

করোনাভাইরাসের কারণে দেশের সব স্কুল ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে। এ খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে স্কুল ফাইনাল পরীক্ষা সাধারণত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয়। চলতি বছরের সে পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা বলেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

উল্লেখ্য, কেনিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

Exit mobile version