Site icon Jamuna Television

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

সাউদাম্পটনের দ্য রোজ বোল মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

টেস্টে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন বেন স্টোকস। ৮১তম ইংলিশ অধিনায়ক হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। ম্যাচটির আম্পায়ার হিসেবে দেখা যাবে ইংল্যান্ডের মাইকেল গফ এবং রিচার্ড কেটেলবরোকে।

ইংল্যান্ড একাদশ: রোরি বার্নস, ডম সিবল, জো ডেনলি, জ্যাক ক্রোলি, বেন স্টোকস(অধিনায়ক), অলিয়ে পপ, জস বাটলার(উইকেটরক্ষক), ডম বেস, জফরা আর্চার, মার্ক উড, জেমস আ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জোন ক্যাম্পবেল, ক্রেইগ ব্রাথওয়েট, শাই হোপ, রস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডওরিচ(উইকেটরক্ষক), জেমস হোল্ডার(অধিনায়ক), আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, সামারা ব্রুকস।

ইউএইস/

Exit mobile version