Site icon Jamuna Television

চলে গেলেন সিনিয়র সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু

সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু

সিনিয়র সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু বুধবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

রোববার আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত তিনদিনে অবস্থার কোনো পরিবর্তন দেখা যায়নি বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। অবশেষে আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ গুণী সাংবাদিক।

গত ২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।

সিনিয়র এই সাংবাদিক দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

Exit mobile version