Site icon Jamuna Television

আরেক ফ্লাইটের ৪০ বাংলাদেশিকে নামতে দিলো না ইতালি

বাংলাদেশের সাথে ফ্লাইট বাতিলের পর এবার কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে করে দোহা থেকে যাওয়া ১৫২ বাংলাদেশিকে বিমান থেকে নামতে দেয়নি ইতালি।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, তাদের ওই বিমানগুলোতেই নাকি ফেরত পাঠানো হবে। বুধবার মিলান ও রোম বিমানবন্দরে বিমান দুটি অবতরণ করে। এরমধ্যে মিলানের ফ্লাইটে ৪০ ও রোমের ফ্লাইটে ১১২ বাংলাদেশি ছিলেন। যাদের ইতালিতে প্রবেশ করতে দেয়া হয়নি। এছাড়া ওই যাত্রীদের আবারও দোহায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু রেখেছে ইতালি।

Exit mobile version