Site icon Jamuna Television

মুসলিম তরুণীর কাপে ‘আইএস’ লিখলেন কফিশপের কর্মচারী!

মুসলিম তরুণীর কাপে ‘আইএস’ লিখলেন কফিশপের কর্মচারী!

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি কফিশপে এক মুসলিম তরুণী কফি খেতে গেলে তার কাপে ‘আইএস’ লিখে দেন দোকানটির কর্মচারী। এই ঘটনার পর ১৯ বছর বয়সী আয়েশা চুপ করে না থেকে অভিযোগ দায়ের করেছেন। এ খবর দিয়েছে সিএনএন।

আয়েশা সবসময় হিজাব পরেন। আর সেভাবেই টার্গেট স্টারবাকে যান তিনি। আয়েশা বলেন, কফির কাপে ‘আইএস’ লিখা দেখে আমি হতাশ হয়ে পড়ি। এটি একদম অবমাননাকর। এই একটা শব্দ দিয়ে গোটা পৃথিবীর মুসলিমদের হেয় করা হচ্ছে। তিনি আরও বলেন, এই যুগে আমি এটি বিশ্বাসই করতে পারি না। মহামারির কারণে আমার মুখে মাস্ক ছিল। ওই ব্যক্তি কয়েকবার আমার নাম জানতে চান। আমি একাধিকবার বলেছি। ঘটনাটি ১ জুলাইয়ের। কিন্তু এই বিষয়টি মার্কিন গণমাধ্যমে জানাজানি হয়েছে দুদিন আগে।

আয়েশা বলেন, আমি যেভাবে আমার নাম বলেছি তাতে আইএস শোনার কথা নয়। আমি ধীরে ধীরেই বলেছি। আর আয়েশা অপরিচিত কোনো নাম নয়।

এদিকে আয়েশার অভিযোগের পর টার্গেট দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ওই কর্মচারী আয়েশার নাম ঠিকমতো বুঝতে পারেনি। এছাড়া আরও জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এবং যা ঘটেছে তার জন্য দুঃখিত।

Exit mobile version