Site icon Jamuna Television

দেশে কমেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

দেশে কমেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। সবচেয়ে বেশি কমেছে বিদেশ থেকে আসা নিট পুঁজির পরিমাণ। বুধবার বাংলাদেশ ব্যাংকের জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ২৮৭ কোটি ডলারের বেশি। যার মাত্র ২৭ শতাংশ এসেছে বিদেশ থেকে। ফলে, প্রকৃত বিনিয়োগের পরিমাণ মাত্র ৮০ কোটি ডলারের কিছুটা বেশি। অর্থাৎ, মোট বিদেশি বিনিয়োগের ৭৩ শতাংশই আসছে দেশের ভেতর থেকে। এর বড় একটি অংশ এসেছে দেশের ভেতরে বিদেশি কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে। বাকি অংশ দেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলোর ঋণ নিয়ে করা বিনিয়োগ থেকে এসেছে।

এদিকে চলতি অর্থবছর জুলাই থেকে মার্চেও বিদেশি বিনিয়োগ আসার পরিমাণ কমে যাওয়ার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে।

Exit mobile version