Site icon Jamuna Television

সিলেটে হারপিক পানে শিক্ষিকার মৃত্যু

সিলেট ব্যুরো
সিলেটের বিশ্বনাথে হারপিক পান করার দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় আসমা শিকদার সীমলা (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাহাড়া-দুভাগ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।
দীর্ঘ ১৯ বছর ধরে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর পাশাপাশি সহকারী শিক্ষিকার দায়িত্বে ছিলেন।

বুধবার (৮ জুলাই) ময়না তদন্ত শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আটপাড়া গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে গত সোমবার হারপিক পান করার পর তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুইদিন পর বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে দৌলতপুর গ্রামের বাসিন্দা ও বিদ্যালয় গভর্নিংবডির সদস্য আনোয়ার হোসেনকে (৪২) আটক করেছে পুলিশ।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, বিদ্যালয়ের নতুন কমিটির এক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Exit mobile version