Site icon Jamuna Television

উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল,উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ,আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এসময় উত্তরাঞ্চলের এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

তাই ক’দিনের ব্যবধানে আবারও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এ অঞ্চলে নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। কিছুদিন আগেই একদফা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আবারও দু-একের মধ্যেই তিস্তা, ধরলা, দুধকুমারসহ উত্তরের বেশিরভাগ নদ-নদীর পানি বাড়তে শুরু করবে। যা প্লাবন ঘটাবে উত্তরের জেলাগুলোতে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানিসমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ ১৩৫ মিলিমিটার, লরের গড় ১২৫ মিলিমিটার, মহেশ খোলা ৭৩ মিলিমিটার, কক্সবাজার ৬১ মিলিমিটার, ছাতক ৬০ মিলিমিটার, দূর্গাপুর ৫৭ মিলিমিটার,নাকুয়া গাঁও ৫২ মিলিমিটার, বরগুনা ৫২ মিলিমিটার এবং টেকনাফ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Exit mobile version